সংক্ষিপ্ত বিবরন : দিনমান প্রজাপ্রতির পেছনে ছুটে বেড়ানো এক বালিকার গল্প ‘সুতোয় বাঁধা প্রজাপতি’। বালিকার নাম চম্পা। ছুটে ছুটে প্রজাপতি ধরতো চম্পা, ধরে সুতোয় বেঁধে রাখতো। তখন কে জানতো নিয়তি কিংবা প্রজাপতির অভিশাপে চম্পার জীবনটাও একদিন হয়ে উঠবে সুতোয় বাঁধা প্রজাপতির মতো। এমন গল্প ঘিরেই কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা উপন্যাস ‘সুতোয় বাঁধা প্রজাপতি’ এগিয়েছে।