হিংসুটি
লেখক : সুকুমার রায়
বিষয় : গল্প
মূল্য : প্রিমিয়াম
3.5/5
সংক্ষিপ্ত বিবরন : এক ছিল দুষ্টু মেয়ে- বেজায় হিংসুটে, আর বেজায় ঝগড়াটি। তার নাম বলতে গেলেই তো মুশকিল, কারণ ঐ নামে শান্ত লক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকে, তারা তো আমার উপর চটে যাবে। হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে- যেমন কাজে কর্মে, তেমনি লেখাপড়ায়। হিংসুটির বয়েস সাত বছর হয়ে গেল, এখন ও তার প্রথম ভাগই শেষ হল না- আর তার দিদি তার চাইতে মোটে এক বছরের বড়, সে এখনই বোধদয়” আর ছেলেদের রামায়ণ” পড়ে ফেলেছে, ইংরেজি ফার্স্টবুক তার কবে শেষ হয়ে গেছে। হিংসুটি কিনা সবাইকে হিংসে করে, সে তো দিদিকেও হিংসে করত। দিদি স্কুলে যায়, প্রাইজ পায়- হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায়।.......
সংক্ষিপ্ত বিবরন : এক ছিল দুষ্টু মেয়ে- বেজায় হিংসুটে, আর বেজায় ঝগড়াটি। তার নাম বলতে গেলেই তো মুশকিল, কারণ ঐ নামে শান্ত লক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকে, তারা তো আমার উপর চটে যাবে। হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে- যেমন কাজে কর্মে, তেমনি লেখাপড়ায়। হিংসুটির বয়েস সাত বছর হয়ে গেল, এখন ও তার প্রথম ভাগই শেষ হল না- আর তার দিদি তার চাইতে মোটে এক বছরের বড়, সে এখনই বোধদয়” আর ছেলেদের রামায়ণ” পড়ে ফেলেছে, ইংরেজি ফার্স্টবুক তার কবে শেষ হয়ে গেছে। হিংসুটি কিনা সবাইকে হিংসে করে, সে তো দিদিকেও হিংসে করত। দিদি স্কুলে যায়, প্রাইজ পায়- হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায়।.......